শনিবার-১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাক্স ব্যবহার না করায় মানিকছড়িতে জরিমানা

মানিকছড়ি প্রতিনিধি ঃ- করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানিকছড়ি উপজেলা প্রশাসন গত দুই দিনে হাট- বাজারে জনসমাগমে মাক্স এর ব্যবহার না থাকায় ৪৪ জনকে ৭ হাজার ৪শত টাকা জরিমানা করেছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,
করোনার দ্বিতীয় ওয়েব রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে মানিকছড়ি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
গত ১৭ ও ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার, তামান্না মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রিফাত আসমা কর্তৃক মানিকছড়ি উপজেলার আমতল, মানিকছড়ি বাজার, মহামুনি, তিনটহ্যরী সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় দুই দিনের পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪ জনকে ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype