
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
স্বামী আর ছেলে সন্তান হারা এক অসহায় এক নারী শোভা দে। সম্প্রতি তার মাথা গোঁজার ঠাঁইটুকু ছাই হয়ে গিয়েছিল ভয়াবহ অগ্নিকাণ্ডে। আসবাবপত্র, টাকা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। মুহুর্তের মধ্যেই তাঁর রঙিন স্বপ্ন পুড়ে ধুসর ছাইয়ে পরিণত হয়। আগুনে পুড়ে যাওয়া ঘরের স্থানে রঙিন ঘর করে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী। জানা যায়, রাউজান উপজেলার ‘১২ নং উরকিরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেরানী হাট সংলগ্ন সতীশ মাঝির বাড়ির মৃত রাখাল দে এর স্ত্রী শোভা দের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রকাশ অনিচ্ছুক এক প্রবাসী মানুষ যে নামে একটি স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে শোভা রাণী দে’র মাথা গোজার ঠাঁই হিসেবে একটি টিনশেড বসতঘর নির্মাণ করে দিয়েছেন। সম্প্রতি শোভা দের নিকট বসতঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। অতিথি ছিলেন ওয়ালটন লাবিব মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ শাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন ‘মানুষ যে’ নামের এক স্বেচ্ছাসেবী টিমের মুহাম্মদ রাশেদ উদ্দিন, নুরুল ইসলাম নাহিদ, ইমরান, কামরুল, আরিফ খাঁন, পাভেল, জুয়েল সিকদার, প্রাণতোষ, তারেক, রনি দেওয়ানর্জি।