মানিকছড়ি প্রতিনিধি ঃ- করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানিকছড়ি উপজেলা প্রশাসন গত দুই দিনে হাট- বাজারে জনসমাগমে মাক্স এর ব্যবহার না থাকায় ৪৪ জনকে ৭ হাজার ৪শত টাকা জরিমানা করেছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,
করোনার দ্বিতীয় ওয়েব রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে মানিকছড়ি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
গত ১৭ ও ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার, তামান্না মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রিফাত আসমা কর্তৃক মানিকছড়ি উপজেলার আমতল, মানিকছড়ি বাজার, মহামুনি, তিনটহ্যরী সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় দুই দিনের পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪ জনকে ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.