শনিবার-৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে এগ্রো-ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে ও কারিতাস মাঠ কর্মকর্তা মো. সোলায়মান’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, কারিতাস কর্মসূচী কর্মকর্তা রুপসা দাস, কারিতাস-কাবিদাং এ্যাকজিকিউটিভ লালসা চাকমা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রেঞ্জ কর্মকর্তা সঞ্জয় হাওলাদার প্রমূখ।

সভার শুরুতেই বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন মাঠ কর্মকর্তা মো. সোলায়মান। এছাড়াও বান্দরবান আঞ্চলিক কর্মকর্তা (কর্মসূচী কর্মকর্তা) রুপসা দাস কারিতাসের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, রেঞ্জ কর্মকর্তা, সঞ্জয় হাওলাদার, মানিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানিকছড়ি বাজার ব্যবসায়ী প্রতিনিধি রুপেন পাল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, কারিতাস পেপ-সিএইচটি প্রকল্পের মাধ্যমে মানিকছড়ি উপজেলার প্রত্যন্তঞ্চলের কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে। পাশাপাশি তাদের দেয়া পরামর্শ মোতাবেক কাজ করার ফলে কৃষকরা বেশ লাভবান হচ্ছে। তাদের এ ধারা অব্যহত রেখে উপজেলার কৃষকের ভাগ্য উন্নয়নে অগ্রনি ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype