বৃহস্পতিবার-৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন বড়ডলু উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে সভাপতি নির্বাচিত

মানিকছড়ি উপজেলার বড়ডলু উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আ. লীগ সাধারণ সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন। ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদ গঠনকল্পে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্টিত হয়।

এতে সভাপতি ও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী। দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদ নির্বাচন সভায় অভিভাবক মো. ইউসুফ মিয়ার প্রস্তাবনায় এবং উপস্থিত সকলের সমর্থনে উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আ. লীগ সাধারণ সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীনকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনিত করা হয়।

১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন,অভিভাবক সদস্য হিসেবে মো. ইউসুফ মিয়া,মো. নুরুল ইসলাম, মো. ইউনুছ মিয়া, এরেশে মারমা, ফাতেমা তুজ জোহরা, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আমির হোসেন,মো৷ নাছির উদ্দীন, রিংকু মল্লিক, সদস্য সচিব প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype