সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে মাস্ক না পরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোহাম্মদ জুবাইর বিশেষ প্রতিনিধি

হাটহাজারী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করায় ২০ জনকে ৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ্ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

শরীফ উল্লাহ্ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হাটহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক পরিধান না করায় ২০ জনকে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা সৃষ্টি করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype