বুধবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে দুঃস্থ ও ভিক্ষুকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি ঃ- বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিয়দ, খাগড়াছড়ি শাখার উদ্যোগে মানিকছড়িতে দুঃস্থ ও ভিক্ষুকদের মাঝে এককালীণ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও তামান্না মাহমুদ এর সভাপতিত্বে দুঃস্থ ও ভিক্ষুকদের মাঝে এককালীণ অনুদানের টাকা বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আইনুল ইসলাম জিলানী।
অতিথিরা উপজেলার দুই দফায় ৩৮জন দুঃস্থ ও ভিক্ষুকের হাতে এককালীণ ৫ হাজার টাকা হারে নগদ অনুদান বিতরণ করেন। এ সময় অতিথিরা বলেন, দুঃস্থ ও ভিক্ষুকদের পূর্ণবাসনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, খাগড়াছড়ি শাখার উদ্যোগে এ আয়োজন। এই সুবিধা পাওয়ার পরও যদি ভিক্ষাবৃত্তি বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে তাদেরকে আর কোন সুযোগ সুবিধা দেয়া হবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype