
রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ
পার্বত্যাঞ্চলে পিছিয়ে পড়া ইসলামী শিক্ষা বিস্তারে লক্ষে খাগড়াছড়ি রামগড় পৌরসভার সোনাইপুলে আইডিয়াল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহঃবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার সোনাইপুল সদুকার্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে ফরাজী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের এর সভাপতিত্বে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন- বাবু নগর মাদ্রাসার সহকারী মুফতি মাওলানা মীর হোসেন।
এসময় অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগানবাজার জামে মসজিদের খতিব মাওঃ আবদুস সাকুর বিন ফয়জার রহমান, বলিপাড়া কাশেমুল উলুম মাদ্রাসার মোহতামিম ক্বারী নুর হোসাইন, সোনাইপুল আল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ হোসাইন আহাম্মদ, বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের মেম্বার, চৌধুরীপাড়া জামে মসজিদ খতিব মমিন উল্যাহ, থানা মসজিদ খতিব হাফেজ কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক এরশাদ উল্যাহ, কাজী জিয়াউল হক শিপন, জিয়া উদ্দিন মজুমদার, মাদ্রাসাটির দেলোয়ার হোসেন সোহাগ সহ বিভিন্ন মসজিদের ইমাম-শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
মাদ্রাসা প্রধান মোঃ হারুনুর রশিদ জানান, ২০২১ শিক্ষা বর্ষ হতে প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেনিতে ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে। তিনি আরো জানান, সম্পূর্ণ ইসলামিক পরিবেশে বাংলা, ইংরেজি, গণিত সহ সকল বিষয়ে যোগ্য শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। রুচি সম্মত আরামদায়ক শ্রেনি কার্যক্রমের মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশেও গুরুত্ব দেয়াসহ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পাঠদানে সি সি টিভির মাধ্যমে নজরদারী রাখা হবে।