মানিকছড়ি প্রতিনিধি ঃ- বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিয়দ, খাগড়াছড়ি শাখার উদ্যোগে মানিকছড়িতে দুঃস্থ ও ভিক্ষুকদের মাঝে এককালীণ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও তামান্না মাহমুদ এর সভাপতিত্বে দুঃস্থ ও ভিক্ষুকদের মাঝে এককালীণ অনুদানের টাকা বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আইনুল ইসলাম জিলানী।
অতিথিরা উপজেলার দুই দফায় ৩৮জন দুঃস্থ ও ভিক্ষুকের হাতে এককালীণ ৫ হাজার টাকা হারে নগদ অনুদান বিতরণ করেন। এ সময় অতিথিরা বলেন, দুঃস্থ ও ভিক্ষুকদের পূর্ণবাসনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, খাগড়াছড়ি শাখার উদ্যোগে এ আয়োজন। এই সুবিধা পাওয়ার পরও যদি ভিক্ষাবৃত্তি বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে তাদেরকে আর কোন সুযোগ সুবিধা দেয়া হবে না।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: itihass71@gmail.com, মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.