বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

খালের পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ সাংবাদিক গোলাম সরওয়ারকে

নিজস্ব প্রতিবেদক
নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে সীতাকুণ্ড এলাকার খালের পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারের নিখোঁজ ছিলেন । চট্টগ্রাম সাংবাদিক সমাজ উদ্ধার করার জন্য মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে । গোলাম সরোয়ার উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাম সরওয়ার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ নামের একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক।উদ্ধারের পরপরই সাংবাদিক গোলাম সরওয়ারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাংবাদিক নেতা, সহকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype