হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন নালন্দা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান গত ৩০সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয় । পশ্চিম ইদিলপুর জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ বোধিপাল মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথের । দেবাশীষ বড়ুয়া টুটুল এর সঞ্চালনায় উদ্বোধনী ভাষন প্রদান করেন অত্র বিহারের অধ্যক্ষ ভদন্ত উপতিষ্য থের । স্বাগত বক্তব্য দেন শিক্ষক বাদল বরন বড়ুয়া । উদ্বোধনী সংগীত পরিচালনা করেন সংগীত শিক্ষক টিটু বড়ুয়া । অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথের । ধর্মালোচনা করেন ড. বুদ্ধপাল মহাথের, বুদ্ধপ্রিয় মহাথেরো,ধর্মমিত্র থেরো, সান্ত ভিক্ষু, মহাপাল ভিক্ষু । অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রান বৌদ্ধ নরনারী উপস্থিত ছিলেন ।