নিজস্ব প্রতিবেদক
নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে সীতাকুণ্ড এলাকার খালের পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারের নিখোঁজ ছিলেন । চট্টগ্রাম সাংবাদিক সমাজ উদ্ধার করার জন্য মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে । গোলাম সরোয়ার উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাম সরওয়ার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ নামের একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক।উদ্ধারের পরপরই সাংবাদিক গোলাম সরওয়ারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাংবাদিক নেতা, সহকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.