বুধবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

ইয়াবার ডিলার সবুজ ইয়াবাসহ আটক!!

কাউছার সিকদার
দাতঁমারা ইউপির ইসলামপুর এলাকার আবুল কাশেমের পুত্র ইয়াবা সম্রাট সবুজকে আজ বেলা ১১ টার সময় দাতঁমারা ইউনিয়ন পরিষদ কার্য্যালয় থেকে আটক করেছে পুলিশ।গতকাল ইয়াবাসহ আটক হেয়াকো বাংলাপাড়া এলাকার আাকতার হোসেন কালুর দেয়া তথ্যমতে ইয়াবার ডিলার হিসেবে সবুজের নাম আসে।ভূজপুর থানায় দায়েরকৃত মামলায়ও তাকে আসামী করা হয়।আজ ৫ জুলাই রবিবার ১১ টার সময় গোপন সংবাদে সবুজ দাতঁমারা ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে অবস্হান করছে খবর পেয়ে দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার তাকে আটক করে।পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জানা গেছে,ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দাতঁমারা ইউপির হোসেনেরখিল এবং ইসলামপুর এলাকায় একাধিক ইয়াবা কারাবারি রয়েছে। তারা টেকনাফ এলাকা থেকে এনে এই এলাকায় মরণ নেশা ইয়াবা বিক্রী করছে। সবুজ পাইকারি ইয়াবা সাপ্লাই দিত বলে জানান পুলিশ পরিদর্শক সোহরাওয়ার্দী সরোয়ার। তারমত আরো যারা এ কাজে জড়িত সকলকে আইনের আওতায় এনে দাতঁমারা ইউনিয়নকে মাদক মুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype