
জুবাইর চট্রগ্রাম
করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় গঠিত বিশেষায়িত হাসপাতাল সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রদান করা হয় হাইফ্লো ন্যাসাল ক্যানুলা।
অদ্য ০৫/০৭/২০২০খ্রিঃ ১৩:০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কর্মকর্তাদের নিকট একটি হাইফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় স্থাপন করা হয় সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে সম্পূর্ণ বিনা মূল্যে করোনা ভাইরাসে আক্রান্তদের পাশাপাশি সাধারণ রোগীদেরও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার ১৬ জন নার্স ও ৫০ স্বেচ্ছাসেবক এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।