নগরীতে ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্কঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক হতে পরিচালিত অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৪০,০০০(চল্লিশ হাজার টাকা) প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, খাদ্যপণ্য, অননুমোদিত রং ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।
আজ রবিবার ০৫ জুলাই বেলা ১০টা থেকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ, খুলশি, পাঁচলাইশ ও চকবাজার থানা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো)পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ওষুধ সংরক্ষণ করা এবং অননুমোদিত রং খাদ্যে ব্যবহারের উদ্দেশ্যে বিক্রয় করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা সাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে, মাস্ক-গ্লভস পরিধান করতে অনুরোধ করা হয়। পাশাপাশি কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ঔষধ বিক্রয় করে অথবা বিক্রয়ের প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ।