প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৩:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২০, ১:০০ অপরাহ্ণ
ইয়াবার ডিলার সবুজ ইয়াবাসহ আটক!!

কাউছার সিকদার
দাতঁমারা ইউপির ইসলামপুর এলাকার আবুল কাশেমের পুত্র ইয়াবা সম্রাট সবুজকে আজ বেলা ১১ টার সময় দাতঁমারা ইউনিয়ন পরিষদ কার্য্যালয় থেকে আটক করেছে পুলিশ।গতকাল ইয়াবাসহ আটক হেয়াকো বাংলাপাড়া এলাকার আাকতার হোসেন কালুর দেয়া তথ্যমতে ইয়াবার ডিলার হিসেবে সবুজের নাম আসে।ভূজপুর থানায় দায়েরকৃত মামলায়ও তাকে আসামী করা হয়।আজ ৫ জুলাই রবিবার ১১ টার সময় গোপন সংবাদে সবুজ দাতঁমারা ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে অবস্হান করছে খবর পেয়ে দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার তাকে আটক করে।পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জানা গেছে,ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দাতঁমারা ইউপির হোসেনেরখিল এবং ইসলামপুর এলাকায় একাধিক ইয়াবা কারাবারি রয়েছে। তারা টেকনাফ এলাকা থেকে এনে এই এলাকায় মরণ নেশা ইয়াবা বিক্রী করছে। সবুজ পাইকারি ইয়াবা সাপ্লাই দিত বলে জানান পুলিশ পরিদর্শক সোহরাওয়ার্দী সরোয়ার। তারমত আরো যারা এ কাজে জড়িত সকলকে আইনের আওতায় এনে দাতঁমারা ইউনিয়নকে মাদক মুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.