
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই বন্ধু মৃত্যু হয়েছে। ২২ জুন (বুধবার) জেলা শহরে পর্যটন এলাকায় বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)।তারা ২ বন্ধু বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তবলছড়ি ছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় নদীতে গোসল করতে নামে দুই বন্ধু। দুই বন্ধু সাঁতার জানেনা। গভীরে পড়লে পানিতে ডুবে যায় তারা দুই বন্ধু।
পরে হ্রদের একজন ভেসে উঠলে আরেক জনকে পাওয়া গেলে জরুরি ভিত্তিতে জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তিষা চাকমা দুইজনকে মৃত্যু ঘোষণা করে।
তিনি আরও জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে। নিহত মাহিদুর রহমান নিহতের চাচা আব্দু করিম লালু জানান,পানিতে ডুবে তাদের দুই বন্ধুর মৃত্যু হয়।