
নেত্রকোণায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
নেত্রকোণা – বারহাট্টা, নেত্রকোণা ২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ২২ জুন (বুধবার) সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নেত্রকোণার বারহাট্টা উপজেলার বন্যা দূর্গত এলাকা চিরাম ইউনিয়নের কাশিকোণা, রানীগাঁও, বাহাদুরপুর,কইকুনা, রামারবাড়ী, পুটুকিয়া,আসমা ইউনিয়নের বাহিরকান্দা এলাকায় সরেজমিনে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন, বন্যার্তদের দুঃখদুর্দশার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় দলীয় নেতাকর্মী এবং গণ প্রতিনিধিদের দূর্গতদের পাশে থেকে সহযোগিতা করার নির্দেশ দেন।
পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক তদারকি ও তার সাথে যোগাযোগ রেখে সার্বিক ব্যবস্থাপণা ও তথ্য প্রদানের নির্দেশ দেন। এ সময় তিনি বন্যা দূর্গতদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ও তার ব্যক্তিগত তহবিল থেকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।
দূর্যোগ ব্যাবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের মাধ্যমে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” প্রতি ব্যাগে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশী মশুর ডাল, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার মরিচের গুঁড়ো ১০০ গ্রাম, হলুদের গুঁড়ো ২০০ গ্রাম, ধনিয়া ১০০ গ্রাম মোট ১৪ কেজি ৪০০ গ্রাম খাদ্যসামগ্রী উপহার হিসাবে দূর্গতদের মাঝে বিতরণ করেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে শুকনো খাবার চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, ওরস্যালাইন, সাবান, গ্যাস ম্যাচ ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আওয়ামী মহিলা লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা বন্যা দূর্গত শিশুদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে বিস্কুট তুলে দেন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তার সহধর্মিনী কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এড্ দীপক ধর গুপ্ত, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আজাদ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ নূরুল আমীন, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি রাসেল আহমেদ খান, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক গাজী মোসাদ্দেক হোসেন রতন, যুবলীগ নেতা এ.কে.এম. আজহারুল ইসলাম অরুন, জেলা যুব মহিলা লীগ নেত্রী মুর্শিদা চিশতী মুক্তি, আওয়ামী লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম তুহিন (মাষ্টার) জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওন প্রমূখ।
এছাড়া ও এলাকার পক্ষে সার্বিক সহযোগিতা করেন তরুণ সমাজ সেবক চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ। এ সময় স্থানীয়, জেলা, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।