রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর নির্দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি
রিপোর্টঃ-মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এর নির্দেশে রাঙ্গুনিয়াতে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী গাছ লাগাও, পরিবেশ বাচাও স্লোগানকে ধারণ করে এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসাবে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্ধরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
এসময় শতবর্ষী বিভিন্ন জাতের ফলজ,বনজ এবং ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এতে উপস্তিত নিলেন রাংঙ্গুনিয়া সরকারি কলেজ এর উপাঅধ্যক্ষ্য এ. কে.এম সুজাউদ্দীন,ছাত্র সংসদের ভিপি শহীদুল ইসলাম চৌধুরী সোহেল, ছাত্রলীগ এর সহ-সভাপতি বাবলা তালুকদার, সাধারন সম্পাদক আরমান শিকদার,সাংগঠনিক সম্পাদক মো:মিনহাজ,ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ওমর ফারুক,সবুজ,গিয়াস,আরিফ , আরো অনেকে ছাত্রলীগ নেতা কর্মী উপস্তিত ছিলেন।