
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি
মুজিব শতবর্ষে মানবিক আচরণ করুন,শিক্ষানবিশ আইজীবীদের প্রতি সদয় হোন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার নিকট, বাংলারেদশ বার কাউন্সিলের (২০১৭-২০২০) সালের প্রিলি:(এম.সি.কিউ উত্তীর্ণ প্রিলিমিনারী পাশ) পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট করে অ্যাভোকেট হিসাবে তালিকাভূক্তির দাবীতে, সিলেট জেলা আইনজীবী সমিতির বার কাউন্সিলের প্রিলি: পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবিশ আইনজীবীদের উদ্যোগে , আজ ৩০শে জুন দুপুরের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মো: মোনামুল ইসলাম মোনায়েম এর সভাপতিত্বে ও সিলেট জেলা আইনজীবি সমিতির শিক্ষানবিশ আইনজীবি,মহানগর তাঁতীলীগের সদস্য সচিব শেখ মো:আবুল হাসনাত বুলবুলের পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জজকোর্টের জিপি এডভোকেট রাজ উদ্দিন বলেন, সিলেট তথা বাংলাদেশের সিনিয়র আইনজীবিরা শুধুমাত্র ভাইবা পরীক্ষা দিয়ে স্বস্ব সুনামের সহিত বিজ্ঞ আইনজীবি হিসাবে প্রতিষ্ঠিত। তিনি মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী ও বার কাউন্সিলের নেতৃবৃন্দের দৃষ্টি আর্কষণ করে বলেন,এম.সি.কিউ উত্তীর্ণদের সরাসরি আইনজীবি হিসাবে তালিকাভুক্তির অনুরুধ জানান।
স্বাগত বক্তব্য লিটন দেব, দীপন আর্চ্যয্য, উপস্থিত ছিলেন অস্কার কান্তি সরকার, রেজাউস সামছ, মোস্তাফিজ,মোহাম্মদ নিজাম উদ্দিন,বিক্রম চন্দ্র, শাহাব উদ্দিন, আলমগীর হোসেন,মো: জহির রায়হান,মাসুক উদ্দিন,শিখা রানী দাস,শহীদ আহমদ,শিপন গুপ্ত, সৈয়দ দিলওয়ার হুসেন,মোস্তাক আহমদ(রাজীব),মো:হাবিবুর রহমান,মো:জুবের আহমদ,জামিল আহমদ,আতিকুর রহমান,বিজয় বিশ্বাস,রাজীব বৈদ্য,রাজীব সরকার,জুয়েল আহমদ, মো: নওফেলচৌধুরী, ইমরান আহমদ, মো:আনোয়ার আলী, উৎপল সেন, হাসান মো:সিদ্দিক, মো:মনিরুল হক, অসীম চন্দ্র প্রমুখ।