
নগরীতে নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান নকল N৯৫ মাস্কসহ ১ জন আটক
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ৬০ নং পাঠানটুলি রোড এলাকায় অভিযান চালিয়ে ৪৯২ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান নিন্ম মানের N৯৫ মাস্ক উদ্ধারসহ ১ জন’কে আটক করেছে র্যাব-৭।
আজ বুধবার ০১ জুলাই বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ৬০ নং পাঠানটুলি রোড এলাকায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান নকল N৯৫ মাস্কসহ ১ জনকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।
আটককৃত আসামী হল, মোঃ নাঈম সালাউদ্দিন(২৬) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও এলাকার সেলিম সালাউদ্দিন এর ছেলে।
র্যাব ৭ এর সহকারি পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর কতিপয় অসাধু ব্যক্তি নকল হ্যান্ড স্যানেটাইজার ও অনুমোদনহীন মাস্ক অধিক মূল্যে বিক্রয় করছে। বিষয়টি র্যাব-৭ এর নজরে এলে এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোয়েন্দা নজরদারীর একপর্যায়ে নকল হ্যান্ড স্যানেটাইজার ও নিন্ম মানের মাস্ক অধিক মূল্যে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। সেই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সময় র্যাব-৭ এর একটি চৌকস দল নগরীর ডবলমুরিং থানাধীন ৬০ নং পাঠানটুলি রোডস্থ বায়জিদখান বিল্ডিং এর নীচ তলায় সেঞ্চুরী ফার্নিচার নামীয় দোকানের ভিতরে অভিযান চালিয়ে এক জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে দোকান তল্লাশি করে ৪৯২ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান অনুমোদনহীন নিন্ম মানের N৯৫ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে নগরীর ডবলমুরিংথানায় হস্তান্তর করা হয়েছে।