জুবাইর চট্রগ্রাম
আগামী এক বছরের জন্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সভাপতি হিসেবে শাহীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক তামজিদ কামরান এর নাম সহ আংশিক কমিটি ঘোষণা করা হয়৷
মঙ্গলবার(৩০ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ এস এম বাদশা মিয়া স্যার, ডাঃ মুস্তফা জামান এবং কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সাধারণ সম্পাদক তামজিদ বলেন, যে বিশ্বাস করে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তা আমরা নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব গুলো যথাযথ ভাবে পালন করতে চেষ্ঠা করবো এবং সংগঠন কে আরও গতিশীল করতে সকলে মিলে একসাথে কাজ করবো অক্ষেত্রে সকলে সহযোগীতা আমাদের কাম্য৷ সকলের দোয়া ও ভালোবাসায় আমরা এগিয়ে যাবো ৷