ফেনীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
নিউজ ডেস্কঃ
ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেন্সিডিল এবং ২৮ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
আজ বুধবার ০১ জুলাই বিকাল ৪ঃ১৫ মিনিটের সময় ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপালস্থ শাহীন হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।
আটককৃত আসামী হল মোঃ সরোয়ার আলম শুভ (১৯) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন গিনা গাজী এলাকার মোঃ সেলিম এর ছেলে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপালস্থ শাহীন হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে কুমিল্লা হইতে চট্রগ্রাম গামী মহাসড়কের উপর অভিযান চালিয়ে সন্দেহজনক গতিবিধির একটি পিকআপ আটক করা হয় এবং একজনকে আটক করা হয়।
পরে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে পিকআপ এর পেছনে বিশেষ কায়দায় লুকানো ৬৩ বোতল ফেন্সিডিল এবং ২৮ বোতল বিদেশী মদ উদ্ধারসহ উক্ত পিকআপটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারী দরে মাদকদ্রব্য ক্রয় করে এবং পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৭ হাজার টাকা এবং পিকআপটির আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীকে ফেনী জেলার ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই র্যাব কর্মকর্তা।