
বিপ্লব বিজয়
আকলিমা আক্তার ৩৪তম বিসিএস উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে পুলিশ ক্যাডারে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের এই সাহসী ও চৌকস কর্মকর্তা পুলিশ একাডেমী সারদায় মৈলিক প্রশিক্ষণ সম্পন্ন করে ২০১৭ সালে ডিসেম্বর মাসে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এএসপি (ক্রাইম ও অপারেশন) পদে পদায়িত হন। ছাত্র জীবনে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে M.B.A (Finance & Banking) বিষয়ে প্রথম শ্রেণি ডিগ্রি অর্জন করেন। সমপ্রতি চাকরি জীবনের ৪ বছর পূর্ণ হওয়ায় তিনি সিনিয়র সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয় জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম তাকে Rank পরিয়ে দেন। এ সময় অতিরিক্ত ডিআইজি মহোদয় জনাব মোহম্মদ ইকবাল হোসেন পিপিএম সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।