করোনাই আক্রান্ত হয়ে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য
নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশের আরও এক বীর সদস্য এএসআই মো: আবুল কালাম আজাদ (৩৫)। তিনি রাজশাহী জেলা পুলিশে কর্মরত ছিলেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ০১ জুলাই দুপুরে মৃত্যুবরণ করেন।
তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তাঁর বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার বনিকপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।