শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনা মোকাবিলায় কৃষকের মাঝে পাওয়ার টিলার উপহার দিলেন সৈয়দ আব্দুল জব্বার সোহেল

করোনা মোকাবিলায় কৃষকের মাঝে পাওয়ার টিলার উপহার দিলেন সৈয়দ আব্দুল জব্বার সোহেল

লোকমান আনছারী চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে কৃষকদের কৃষিকাজে উদ্বুদ্ধ করতে এগিয়ে এলেন রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।
ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকার খেটে খাওয়া লোকজন, দিনমজুর ও কৃষকদের সমস্যার কথা অনুধাবন করে তাদের জন্য পাওয়ার টিলার প্রদান করেছেন। এই উদ্যোগের ফলে এলাকার কৃষকদের মুখে হাসি ফিরেছে। উরকিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলাকার কৃষকদের ডেকে তাদের হাতে এই কৃষি যন্ত্র তুলে দেন তিনি। উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন সমৃদ্ধ মডেল রাউজান গড়তে রাউজানের মাটি ও মানুষের নেতা, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। সাংসদের অনুপ্রেরণায় আমি এলাকার কৃষকদের সমস্যার কথা ভেবে তাদের জন্য কিছু করার উদ্যোগ গ্রহণ করি। পাওয়ার টিলার প্রদান তারই একটি অংশ। আমি বিভিন্ন সুবিধাসহ কৃষিবান্ধব আরো কিছু পদক্ষেপ হাতে নিচ্ছি। সেগুলো বাস্তবায়ন হলে এলাকার মানুষ একদিকে যেমন কৃষিকাজে সময় ও আর্থিকভাবে সাশ্রয়ী হবে পাশাপাশি এলাকার মানুষ কৃষিকাজে আরো বেশী আগ্রহী হলে দেশের কৃষি ও কৃষক নিয়ে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়িত হবে বলে আমি মনে করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype