সিটি মেয়রের নিকট করোনা সুরক্ষা সামগ্রী দিল
এস.এস.সি-৯৯ ব্যাচ
নিউজ ডেস্কঃ
চসিক কোভিড-১৯ আইসোলেশন সেন্টারের জন্য করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন এস.এস.সি-৯৯ ব্যাচ। তন্মোধ্যে মাক্স, অক্সিমিটার, হাইপোক্লেরিন সলিউশন, সু-কভার রয়েছে।
আজ বুধবার ০১ জুলাই দুুপুরে চসিক মেয়র দপ্তরে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের কাছে এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এসময় লায়ন ইঞ্জি.নুরুজ্জামান, ডা. ওমর সায়েম রবিন, ডা.অনির্বাণ ঘোষ, লায়ন আবদুল্লাহ আল রায়হান, জুনায়েদ ইজদানী রবিন উপস্থিত ছিলেন। এসব সুরক্ষা সমাগ্রী গ্রহণ করে সিটি মেয়র তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ক্ষুদ্র হলেও ব্যক্তি উদ্যোগে যদি প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে, তবে অন্যরাও অনুপ্রাণিত হবে। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগকে সম্বনিত করে করোনা প্রতিরোধ সম্ভব।
মেয়র চসিক আইসোলেশন সেন্টারে সেবা নিতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এস.এস.সি-৯৯ ব্যাচের সদস্যদের ভুমিকা রাখার আহবান জানান।