ফারাজ করিম চৌধুরীর রোগ মুক্তি কামনায় রাউজান উপজেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
লোকমান আনছারী চট্টগ্রাম
রাউজান উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে তরুণ আওয়ামীলীগ নেতা রাউজানের সংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সোমবার বিকালে এই দোয়া মাহফিন অনুষ্ঠিত হয় রাউজান কলেজ জামে মসজিদে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশ শুপ্ত, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, আলমগীর আলী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাহাজান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা তছলিম উদ্দিন, আহসান হাবিব চৌধুরী হাসান, যুবলীগ নেতা আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর ররহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুসহ আরো অনেকেই। মুনাজাত পরিচালনা করেন রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে পেশ ইমাম মওলানা মুহাম্মদ বোরকান উদ্দিন। দোয়া মাহফিলে করোনাভাইরাসে আক্রান্ত ফারাজ করিম চৌধুরী আশুরোগ মুক্তি কামনা করা হয়।