
অনলাইন ডেস্ক
চট্টগ্রামে একদিনে নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৮৬২টি। এর মধ্যে নতুন করে করোনা শনাক্ত ৯৪৫ জন। এছাড়া একই সময়ে মারা গেছেন ১১ জন। এর মধ্যে দুইজন নগরে এবং ৯ জন বিভিন্ন উপজেলার।
শনিবার সবচেয়ে বেশি আক্রান্ত হয় পটিয়া উপজেলায়, ৪৫ জন। এছাড়া রাউজান উপজেলায় ৪২ জন এবং বোয়ালখালী উপজেলায় ৪০ জন। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ২২ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হয় ৭০ হাজার ৯০২ জন। এর মধ্যে মহানগরে ৫৩ হাজার ৯৬১ জন ও উপজেলায় ১৬ হাজার ৯৪১ জন। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৮৩৫ জনে। এর মধ্যে মহানগরের ৫১৭ ও উপজেলার ৩১৮ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, গত শনিবার একদিনেই ৯৪৫ জন শনাক্ত এবং ১১ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যু হচ্ছে। কিন্তু এখনো অনেকের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা আসছে না।