

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়নের গরীব ও অসহায় মানুষদের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। ১৮ জুলাই (রোববার) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল । এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সুবাস চন্দ্র রায়, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি অজিত কুমার রায়, সাধারন সম্পাদক লুৎফর রহমান, যুবলীগের সাধারন সম্পাদক সুরেশ চন্দ্র বর্মন, ইউপি সচিব সহিদুল ইসলাম সহ ইউপি সদস্যগন। ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল জানান, অত্র ইউনিয়নের ১১৩৫ জন গরীব ও অসহায় মানুষদের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে এ চাল দেয়া হয়।