
নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের ৯২-৯৩ শিক্ষাবর্ষের বি.কম (সম্মান) হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র-ছাত্রীদের অনলাইন গ্রুপের আয়োজনে ১৭ জুলাই ২০২১ শনিবার রাত ৯টায় করোনা নিয়ে আলোকপাত পর্ব-১৫ নামে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
শুরুতে দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক প্রয়াত অরুণ দাশগুপ্ত ও প্রখ্যাত গীতিকার – সুরকার ফজল-এ-খোদা স্মরণে স্মৃতি চারণ করে শ্রদ্ধা জ্ঞাপন ও করোনায় হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সরকারি কমার্স কলেজের প্রাক্তন ছাত্রী ওয়াসিকা আয়শা খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চ্ট্টগ্রাম নাগরিক কমিটি -ঢাকা’র সভাপতি ও ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর ট্রেজারার ড. জমির উদ্দিন সিকদারকে অভিনন্দন জানানো হয় ।
এদিকে ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক চট্টগ্রাম সিটি করপোরেশন এর আইন শৃংখলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন শেষে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু সংগঠক, শিক্ষানুরাগী, সমাজকর্মী ও ধর্মানুরাগী রোটারিয়ান গোপাল পাল।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্টগ্রাম নাগরিক কমিটি- ঢাকা’র সভাপতি ও ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর ট্রেজারার ড.জমির উদ্দিন সিকদার তার বক্তব্যে করোনাকালে বিভিন্ন মানবিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন । ড.জমির উদ্দিন তার প্রয়াত পিতার নামে নিজ এলাকা ও কলেজে স্মৃতি বৃত্তি প্রকল্প চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও মানবিক যে কোন কাজে ও যে কোন সময় তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন আন্তঃ সন্ত্রাস দমন কমিশনের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল মাহফুজ, চ্ট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার কর্মী এডভোকেট মো.মাহবুবুল ইসলাম, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী আরামিট গ্রুপের ম্যানেজার উৎপল পাল, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী মেহেদী হাসান লিটন, বান্দরবান সরকারি কলেজের সহকারি অধ্যাপক আকতার হোসেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া, চট্টগ্রাম নেভী কলেজের সহকারী অধ্যাপক মোঃইকবাল, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী ফরহাদ হোসেন।
আলোচকগণ বলেন, করোনায় এ অস্বাভাবিক মৃত্যু দেশের এক অপূরণীয় ক্ষতি। তারা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আহ্বান জানান। কর্মক্ষেত্রে যাওয়ার সময় সঠিক নিয়ম মোতাবেক মাস্ক পরিধান করতে হবে সকলকে।আলোচকগণ আরো বলেন, জীবন ও জীবিকা দুটিকেই প্রাধান্য দিয়ে সাবধানে চলাচলের ব্যাপারে একাত্ততা প্রকাশ করেন। করোনায় সব বন্ধুদের মানবিক কাজে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।
আলোকপাত-১৫ ওয়েবিনার পর্বে ব্যাচের আরো যারা সংযুক্ত হয়ে মতামত ব্যাক্ত করেন নুরুল আফসার, আবুল বশর, সেলিম মিয়া, সজয় লাল মজুমদার, হুমায়ন কবির ঢালী, কুতুব উদ্দিন, জিয়ায়ুল হায়দার শাকিল, মো: সাগির, উজ্জল কুমার বড়ুয়া ও মোফাজ্জল করিম কিসলু প্রমুখ।