সোমবার-৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোতোয়ালি থানায় এবার চালু হলো “হ্যালো এম্বুল্যান্স”

কোতোয়ালি থানায় এবার চালু হলো “হ্যালো এম্বুল্যান্স”

নিউজ ডেস্কঃ

কোতোয়ালি থানার ওসি মোঃ মহসিনের মানবিক ডাকে সাড়া দিলেন করোনা জয়ী এক পরিবারের এক মা।
করোনাজয়ী এই পরিবারের সৌজন্যে কোতোয়ালী বাসী এখন থেকে বিনামূল্যে পাবেন এম্বুল্যান্স সেবা। এই সেবার নাম দেওয়া হয়েছে ‘হ্যালো এম্বুল্যান্স’। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম,পিপিএম। কোতোয়ালি বাসীর সেবায় আরও একটি মানবিক কাজের সাথে সম্প্রিক্ত হল কোতোয়ালি থানা।

আজ রবিবার ২৮ জুন চট্টগ্রামের প্রথম প্লাজমা প্রদানকারী মানবিক মানুষ মিয়া মোঃ তারেক এর শ্রদ্ধেয় মা কোতোয়ালীবাসীর জন্য একটি এম্বুল্যান্স ওসি মোঃ মহসিন হাতে হস্তান্তর করেন।

ওসি মোঃ মহসিন তার অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, করোনার মাঝামাঝি সময়। রাত ১০ টার আশেপাশে এক ফোন আসে। ওই পাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে এক মেয়ে বলে, ‘ স্যার, আমার বাবার অবস্থা খারাপ। হাসপাতালে নিতে হবে। কিন্তু কোন এম্বুল্যান্স আসছে না। কোন গাড়িও নিচ্ছে না। আমার বাবাকে বাঁচান।’ আমাদের থানার গাড়ি তখন আরেক রোগী নিয়ে হাসপাতালে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা বলি। কিন্তু কেউই এম্বুল্যান্স দিতে পারেনি। শেষে আমাদের গাড়ি আসলে সেটা পাঠাই। কিন্তু ততক্ষণে সেই বাবা চলে গেছেন না ফেরার দেশে।

এই বাবার চলে যাওয়াতে নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছিল। সে বোন আমার উপর ভরসা রেখেছিলেন, কিন্তু আমি তার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছি। সেদিনই আমি একটা ভিডিও আপলোড করি এম্বুল্যান্স সঙ্কট নিরসনের জন্য। আমার সে ভিডিও নাড়া দিয়েছে এক মাকে। তিনি তার ছেলেকে বলেন থানায় একটি এম্বুল্যান্স দিতে! এই মা আর কেউ নন; চট্টগ্রামের প্রথম প্লাজমা প্রদানকারী মানবিক মানুষ মিয়া মোঃ তারেক ভাইয়ের শ্রদ্ধেয় মা।

ওসি মহসিন আরও বলেন, কোতোয়ালী থানায় যোগদানের পর থেকেই আমার স্বপ্ন ছিল আমার এলাকার মানুষের ভরসাস্থল হবে আমার থানা। আমার থানা শুধুমাত্র জিডি, মামলা, অস্ত্র উদ্ধার আর আসামী গ্রেফতারের কেন্দ্র হবে না; মানবিকতায়ও মডেল হবে আমার থানা। হ্যালো এম্বুল্যান্স সেই স্বপ্নপূরণে একধাপ আরও একধাপ এগিয়ে যাবে বলেই বিশ্বাস করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype