শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

নগরীর বড়পুল এলাকায় ৪৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজারসহ ২ জন আটক

নগরীর বড়পুল এলাকায় ৪৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজারসহ ২ জন আটক

নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় অভিযান চালিয়ে ৪৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধারসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭।

আজ শনিবার ২৭ জুন দুপুর ১ঃ৪৫ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকার একসেস রোডে অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজারসহ ২ জনকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক( মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।

আটককত আসামীরা হলেন, মোঃ ইউনুস (২৮) পিতা- মোঃ ইউসুফ, সাং- খালিশপুর, থানা- সোনাডাঙ্গা, জেলা- খুলনা বর্তমানে সাং- গ্রীন ভিউ আবাসিক এলাকা, ০৩নং রোড, হামিদ ম্যানশন নিচতলা, থানা- পাহাড়তলী, চট্টগ্রাম মহানগর এবং অভিজিৎ চৌধুরী (২৭), পিতা- মৃত জহর লাল চৌধুরী, সাং-বরুনচড়া, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম বর্তমানে সাং- গ্রীন ভিউ আসাসিক এলাকা, ৭নং রোড, বড়–য়া বিল্ডিং নিচতলা, থানা- পাহাড়তলী চট্টগ্রাম।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর কতিপয় অসাধু ব্যক্তি নকল হ্যান্ড স্যানেটাইজার ও অনুমোদনহীন মাস্ক অধিক মূল্যে বিক্রয় করছে। বিষয়টি আমাদের নজরে এলে এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোয়েন্দা নজরদারীর একপর্যায়ে নকল হ্যান্ড স্যানেটাইজার ও নিন্মমানের মাস্ক অধিক মূল্যে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। সেই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে হাতে নাতে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে আসামীদের অস্থায়ী দোকান তল্লাশি করে ৪৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype