এম এ সালামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চট্টগ্রাম প্রতিনিধি
হাটহাজারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ উদ্দীন হিমেল’র উদ্যোগে বায়েজিদ কুলগাঁস্থ ফয়যানে হাশেমী ইসলামী সেন্টারে আজ ( ২৭ জুন ) শনিবার বাদে আসর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এম এ সালামের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী,চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা মুহাম্মদ আলী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম,যুবলীগ নেতা ফরহাদ আলী,যুবলীগ নেতা শাহেদ আলী,ছাত্রনেতা ইমরান খাঁন মারুফ প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহজাদা আলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমী।