শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফরাসি প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে সহিংসতা থামাতে

অনলাইন ডেস্ক
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার এক টুইটে তিনি এ আহ্বান জানান।

টুইটারে ফরাসি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করে যুদ্ধবিরতি ও সংলাপে বসার ওপর জোর দেন। তিনি টুইটে আরও লিখেছেন, আমি শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

এর আগে জাতিসংঘের মহাসচিবও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। গত কয়েকদিনে ফিলিস্তিনে ইসরায়েলের বোমা হামলায় ১১৯ জন মারা গেছে। আহত হয়েছে ৮০০ এর অধিক মানুষ। সহিংসতায় ৬ ইসরায়েলি ও এক ভারতীয় নাগরিকও মারা গেছে।
ইসরায়েল বাহিনীর পবিত্র আল আকসা মসজিদকে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারই জের ধরে গত সোমবার থেকে ফিলিস্তিনের গাজার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। আজ শুক্রবার বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের শান্তি বজায় রাখার স্বার্থে এ হামলার প্রয়োজন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype