অনলাইন ডেস্ক
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার এক টুইটে তিনি এ আহ্বান জানান।
টুইটারে ফরাসি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করে যুদ্ধবিরতি ও সংলাপে বসার ওপর জোর দেন। তিনি টুইটে আরও লিখেছেন, আমি শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।
এর আগে জাতিসংঘের মহাসচিবও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। গত কয়েকদিনে ফিলিস্তিনে ইসরায়েলের বোমা হামলায় ১১৯ জন মারা গেছে। আহত হয়েছে ৮০০ এর অধিক মানুষ। সহিংসতায় ৬ ইসরায়েলি ও এক ভারতীয় নাগরিকও মারা গেছে।
ইসরায়েল বাহিনীর পবিত্র আল আকসা মসজিদকে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারই জের ধরে গত সোমবার থেকে ফিলিস্তিনের গাজার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। আজ শুক্রবার বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের শান্তি বজায় রাখার স্বার্থে এ হামলার প্রয়োজন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.