
অনলাইন ডেস্ক
ভারতের গোয়াতে মর্মান্তিক ঘটনা! অক্সিজেনের অভাবে পর পর মৃত্যু ৭৪ জনের।
জানা গেছে, যে হাসপাতালে এই মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি কেন্দ্রশাসিত অঞ্চল গোয়ার সবচেয়ে বড় কোভিড পরিষেবা দেয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল।
মধ্যরাত তখন, ঘড়িতে ২ টা বেজেছে, এক এক করে শ্বাসকষ্ট শুরু হয় ১৩ জনের। ভোর ৬টার মধ্যে সব শেষ। এরপর বৃহস্পতিবার ১৫ জনের মৃত্যু হয়। বুধবার মৃত্যু হয় ২০ জনের। মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হয়েছিল ২৬ জনের।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, ”এই সপ্তাহে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মেডিকেল অক্সিজেন মজুত এবং সরবরাহের মধ্যে ব্যবধানের কারণে এই ঘটনা ঘটেছে”।
মুখ্যমন্ত্রী হাইকোর্টের কাছে তদন্তের আবেদন করেছেন। তিনি বলেছিলেন, রাজ্যে অক্সিজেন সরবরাহের কোনও অভাব নেই।
গোয়া ফরোয়ার্ড পার্টির সহ-সভাপতি দুর্গাদাস কামাট জানিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, মুখ্য সচিব এবং নোডাল অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা।