

মাঝপথে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) থেকে দেশে ফিরে আসা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল শনিবার দেওয়া নমুনা পরীক্ষার এই রিপোর্ট আসে বলে জানা গেছে। এর আগে, করোনার কারণে স্থগিত আইপিএল থেকে গত ৬ মে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে আহমেদাবাদ থেকে ঢাকায় পা রাখার পর করোনা নমুনা দেন সাকিব ও মোস্তাফিজ। বিমানবন্দর থেকেই তাদেরকে সরাসরি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে সাকিব এবং স্ত্রীসহ হোটেল সোনারগাঁওয়ে আছেন মোস্তাফিজ।