প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ
ক্রিকেটার মোস্তাফিজ সস্ত্রীক করোনা নেগেটিভ

মাঝপথে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) থেকে দেশে ফিরে আসা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল শনিবার দেওয়া নমুনা পরীক্ষার এই রিপোর্ট আসে বলে জানা গেছে। এর আগে, করোনার কারণে স্থগিত আইপিএল থেকে গত ৬ মে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে আহমেদাবাদ থেকে ঢাকায় পা রাখার পর করোনা নমুনা দেন সাকিব ও মোস্তাফিজ। বিমানবন্দর থেকেই তাদেরকে সরাসরি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে সাকিব এবং স্ত্রীসহ হোটেল সোনারগাঁওয়ে আছেন মোস্তাফিজ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.