শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

জোর করে এনজিওর কিস্তি আদায় করায় মাঠকর্মীকে জরিমানা

জোর করে এনজিওর কিস্তি আদায় করায় মাঠকর্মীকে জরিমানা

জুবাইর চট্টগ্রাম

বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামে ‘সামাজিক সেবা’ নামের একটি এনজিওর মাঠকর্মী জোর করে কিস্তি আদায়ের চেষ্টা চালায়। এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে ঘটনাস্থলে গিয়ে তিনি সত্যতা পান এবং মাঠকর্মী নাজমুল হাসানকে এক হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে পরবর্তীকালে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বলেন।

ইউএনও মোসা. ইসমত আরা জানান, চলমান করোনা সংকটের কথা বিবেচনা করে গত ২ জুন কাপাসিয়া উপজেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সব এনজিও কর্তৃপক্ষকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের বিতরণকৃত ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।

তবে কেউ যদি স্বেচ্ছায় কিস্তি দিতে চায় তবে তা আদায় করার মৌখিক অনুমতি রয়েছে। কিন্তু চাপ প্রয়োগ করে কারো কাছ থেকে কিস্তি আদায় করা যাবে না বলে তিনি সবাইকে সাবধান করে দেন এবং এ জাতীয় ঘটনা ঘটলে তাকে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype