রাঙ্গুনিয়া করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১০০
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরো এক নারীর করোনা শনাক্ত হয়েছে। ওই নারীর বয়স ২২। তাঁর বাড়ি উপজেলার লালানগর ইউনিয়নে। সম্প্রতি করোনা উপসর্গে তাঁর স্বামী মারা যান। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১০০। আজ বৃহষ্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনা বিষয়ক ফোকাল পারসন মো. ফোরকান উদ্দিন সিকদার এই তথ্য নিশ্চিত করেন। জানতে চাইলে তিনি বলেন, নতুন আক্রান্ত নারীর কোনো উপসর্গ নেই। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। ১৬ জুন বিআইটিআইডিতে পাঠানো নমুনার মধ্যে তিনজনের ফলাফল অপেক্ষমাণ ছিল। তিনজনের মধ্যে এক জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বৃহষ্পতিবার পর্যন্ত উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৫৭৮ জনের, ফলাফল পাওয়া গেছে ৪৫৩ জনের।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৭ জন। এ পর্যন্ত উপজেলায় সুস্থ হয়েছেন ৫৭ জন। বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রয়েছেন ৩২ জন। মারা গেছেন চারজন