মৃত্যুহীন দিন দেখলো এই প্রথম চট্টগ্রাম জেনারেল হাসপাতাল
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যু অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত এক মাস ধরে প্রতিদিনই এক বা একাধিক রোগীর মৃত্যু দেখতে হচ্ছে চট্টগ্রামের এই বিশেষায়িত করোনা চিকিৎসা কেন্দ্রের ডাক্তার ও নার্সদের। এই মিছিলে খানিকটা ভিন্ন দুটি দিন কাটালো জেনারেল হাসপাতাল। এই দুই দিনে এই হাসপাতালে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
সর্বশেষ ২২ জুন রাত ১১টায় জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. ললিত কুমার দত্ত। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরপর বুধবার রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ দুই দিনে আর কোনো মৃত্যুর সাক্ষী হতে হয়নি জেনারেল হাসপাতালকে।
অন্যদিকে গত দুই দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন শুধু একজন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর।বিষয়টি কিছুটা হলেও স্বস্তির বলে উল্লেখ করে জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. জামাল মোস্তফা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে প্রতিদিনই দুই বা তারও বেশি রোগী মারা যাচ্ছিল। বিশেষ করে ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত আমাদের সবচেয়ে ভয়াবহ সময় গেছে। এর মধ্যে টানা দুই দিন কোনো মৃত্যুর ঘটনা না থাকা কিছুটা হলেও স্বস্তির।’
তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় প্রাথমিক পর্যায়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। ফলে অনেকেই প্রাথমিক পর্যায়ে সেরে উঠছে। কিছুদিন আগেও প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না পেয়ে মারাত্মক অবনতি হওয়া রোগীরা যেভাবে আমাদের এখানে ভর্তি হচ্ছিল এর সংখ্যা কিছুটা কমেছে। চিকিৎসার সুযোগ আরও বাড়ানো গেলে এটি আরও ইতিবাচক হবে বলে আমার ধারণা।’
বর্তমানে জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের ১০টি শয্যাতেই রোগী ভর্তি আছে বলে জানান তিনি।