শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জালালাবাদে ফ্রি অক্সিজেন সাপোর্ট সেবা চালু করেছে কাউন্সিলর বাবু

জালালাবাদে ফ্রি অক্সিজেন সাপোর্ট সেবা চালু করেছে কাউন্সিলর বাবু

শ্বাস কষ্ট জনিত রোগীর ঘরে ঘরে পৌছে যাচ্ছে ২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবুর ফ্রি অক্সিজেন সাপোর্ট সেবা। করোনা ভাইরাসের মহামারীর এই দুঃসময়ে ০২নং জালালাবাদ ওয়ার্ডবাসীর জন্য বর্তমান কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু করোনা ও শ্বাসকষ্ট জনিত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই। করোনায় আক্রান্ত ও শ্বাসকষ্টের রোগীদের জন্য দরকার নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা যা বর্তমানে চট্টগ্রাম শহরে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই মূহুর্তেই তিনি দেশে লডাউনের প্রথম দিক থেকেই সেই এপ্রিল মাস হতেই জালালাবাদ ওয়ার্ডের শ্বাসকষ্ট জনিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট সেবা দিয়ে যাচ্ছেন।
বর্তমানে উনার পরিবারে করোনা হানা দেওয়ায় বাড়ি লক ডাউনের কবলে পড়লেও থেমে নেই কাউন্সিলরের এই মানবিক সেবা। জালালাবাদ ওয়ার্ডটি তুলনামূলকভাবে বড় হওয়ায় সমগ্র ওয়ার্ডকে তিনি বিভিন্ন জোনে ভাগ করে নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে এই সেবা দিয়ে যাচ্ছেন। আর এই সেবা দিয়ে যাচ্ছেন উনার ব্যক্তিগত নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে। ওয়ার্ডে বসবাসরত শ্বাসকষ্ট জনিত রোগীদের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হওয়ার সাথে সাথেই চলে যাচ্ছে এই সেবা এমনকি জালালাবাদ ওয়ার্ডের কোন রোগী হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও যদি অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও রোগীর বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে তিনি হাসপাতালেও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন।উনার এই মানবিক সেবার ফলে শ্বাসকষ্ট জনিত রোগীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে সক্ষম হচ্ছেন দেশের এই দূর্যোগ মূহুর্তে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype