সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চতুর্থ বারের মতো রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার পেলেন এসপি বিপ্লব কুমার সরকার

চতুর্থ বারের মতো রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার পেলেন এসপি বিপ্লব কুমার সরকার

নিউজ ডেস্কঃ

আজ মংগলবার ২৩ জুন সকাল ১১ঃ০০ টার সময় রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে, রংপুর রেঞ্জের ২০২০ সালের অপরাধ সভায়, দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ রংপুর মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত ভিডিও কনফারেন্সে পুলিশ অফিস সম্মেলনকক্ষ রংপুরে! উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক বাংলাদেশ পুলিশের আইকন বিপ্লব কুমার সরকার বিপিএম(বার), পিপিএম, পুলিশ সুপার রংপুর মহোদয় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

পুলিশ সুপার রংপুর মহোদয়! রংপুর জেলায় যোগদানের পর প্রতি মাসের ন্যায় থানায় থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় সর্বসম্মতিক্রমে রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম মহোদয়কে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।

কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার মহোদয় এর হাতে মাননীয় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য,বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

এসময় রংপুর জেলা পুলিশের মধ্যে মে/20 মাসে শ্রেষ্ঠ সার্কেল জনাব আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল রংপুর, এবং মোঃ আরমান হোসেন পিপিএম সি-সার্কেল, রংপুরসহ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype