মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে করোনা রোগীর জন্য ১০০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন ফজলে করিম চৌধুরী এম পি

রাউজানে করোনা রোগীর জন্য ১০০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন ফজলে করিম চৌধুরী এম পি

লোকমান আনছারী চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিভিন্ন উপজেলার মত রাউজানেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।  ইতিমধ্যে শ্বাসকষ্টে ও করোনা উপসর্গ নিয়ে বেশ কয়েকজন মারা গেছেন। আগামীতে শ্বাসকষ্টে রাউজানের করোনাভাইরাসে যেন কোন রোগী কষ্ট না পাই রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। উপজেলার ১৪টি ইউনিয়ন এবং করোনা রোগীদের আইসোলেশন সেন্টার সুলতানপুর ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। ২২শে জুন সোমবার বিকালে সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে আনিুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার তুলে দেওয়া হয়।রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম পি। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদের মুখপাত্র রাউজান পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেপায়েত উল্লাহ্ পিপিএম, সেনাবাহিনীর প্রতিনিধি ইয়াছিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আলম দ্বীন, ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু, দিপলু দে দীপু, রুবিনা ইয়াছমিন রুজি, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, ছাত্রনেতা জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম, সাবের হোসেন, নাছির উদ্দিন, ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।
টেলিফোনর মাধ্যমে দেয়া বক্তব্যে এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা অক্সিজেন সংকটে মারা যাচ্ছে। আমরা চেষ্টা করছি রাউজানে করোনা আক্রান্ত মানুষকে সঠিক চিকিৎসা দিতে। সেজন্য বিভিন্নমুখী পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা এক শ সিলেন্ডার ক্রয় করেছি। প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঁচটি করে অক্সিজেন সিলিন্ডার থাকবে। সেখান থেকে ওই ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীরা ঘরে নিয়েও ব্যবহার করতে পারবে। এ ছাড়া সুলতানপুর হাসপাতে ৩০ বেডের আইসোলেশান সেন্টারে ৩০টি অক্সিজেন সিলিন্ডার থাকবে। সেখানে আইসোলেশন বেডে থাকা সবাই অক্সিজেন পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর বলেন, রাউজানের সাংসদ প্রাণঘাতি কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে আছেন। রাউজানে কোনো লোক না খেয়ে থাকেননি। তিনি এই করোনা সংকট মুহুর্তে একশ অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করে রেখেছেন রাউজানের মানুষের জন্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype