
এমডি নিজাম উদ্দীন
প্রবাসী মানব কল্যাণ পরিষদ_৩নং_নারায়ণহাট ইউনিয়নের মানুষের দুঃখ দুর্দশায় ভালোবাসার আস্থা এবং বিশ্বাসের জায়গা ছিল এবং আছে। কিন্তু এবার প্রবাসী মানব কল্যাণ পরিষদের কার্যক্রম ইউনিয়নের গন্ডি পেরিয়ে উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ছে। করোনার কঠিন থাবায় বিশ্ব পরিস্থিতি যখন পুরোপুরি স্তিমিত, ঠিক তখনই ফটিকছড়ির এম পি জনাব_আলহাজ্ব_নজিবুল_বশর মাইজভান্ডারী,
ফটিকছড়ি সংরক্ষিত আসনের এম পি,#খাদিজাতুল_আনোয়ার( সনি) উপজেলা চেয়ারম্যান #জনাব_হোসাইন_মুহাম্মদ_আবু_তৈয়ব এবং উপজেলা নির্বাহী অফিসার (UNO)#জনাব_সায়েদুল #আরেফিনরে যৌথ আবেদনে ফটিকছড়ির ২০ শয্যা হাসপাতালকে কভিড-১৯ হাসপাতালে রুপান্তর করার জন্য গৃহীত সহযোগিতা তহবিলে মানবতার কল্যাণে প্রবাসী মানব কল্যাণ পরিষদ সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করে।
২১/০৬/২০২০ইং ৭১,৫৮০/- টাকার একটি নগদ অনুদান সরাসরি ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সায়েদুল আরেফিনের হাতে তুলে দেয়া হয়।
মানবতার কল্যাণে নারায়ণ হাটের প্রবাসীদের এমন এগিয়ে আসাকে তিনি অত্যন্ত গুরুত্বসহকারে এবং উচ্ছাসের সাথে গ্রহন করেন।একই সঙ্গে প্রবাসী মানব কল্যাণ পরিষদের এক বছরের কম সময়ে প্রায় ১১লক্ষ টাকা পরিমানের ৫১_টি_প্রকল্প বাস্তবায়ন দেখে অত্যান্ত খুশি হন। এ সময় তিনি করোনা পরিস্থিতি, বর্তমান বিশ্ব পরিস্থিতি, প্রবাসীদের বর্তমান অবস্থা, পরিষদের বিভিন্ন কল্যাণ মূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ।
এসময় মানব কল্যাণ পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, ৩নং নারায়ণ হাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান #জনাব_হারুনুর_রশিদ ফটিকছড়ি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক #জনাব_নাছির_উদ্দিন_চৌধুরী প্রবাসী মানব কল্যাণ পরিষদের পরিকল্পনা বাস্তবায়ন এবং সংবিধান প্রণয়ন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা #জনাব #এমরান_বাহাদুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের ৬নং ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি #জনাব_শাহাবুদ্দিন #আহমেদ। এ সময় প্রবাসী মানব কল্যাণ পরিষদের পরিচালক, উদ্দোক্তা, উপদেষ্টা, কেন্দ্রীয় এবং ওয়ার্ড পর্যায়ে সকল দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে এমন মানবিক সহায়তা কঠিন সময়ে ফটিকছড়ির ধনী গরীব সকল পর্যায়ের মানুষের কল্যাণে কাজে আসবে বলে আশা প্রকাশ করেন।