মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বেড়া ছাগল বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। মহেশখালী দ্বীপাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে ছাগল বিতরণ করা হয়।গতকাল ২১ জুন উপজেলার বড় মহেশখালী ও হোয়ানক ইউনিয়নের ১০০টি দরিদ্র পরিবারে ৩০০ টি ভেড়া ছাগল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ্র জানান, আমরা আগেও উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন” প্রকল্পের অধীনে উপকূলীয় জনসাধারণের মাঝে হাঁস, মুরগি বিতরন করেছি। তারা সবাই এখন ডিম বিক্রি করে সাবলম্বি। অাশাকরি সামনেও তারা বেড়া পালন করে দেশের সুষম খাদ্যচাহিদায় অবদান সহ সাবলম্বি হতে পারবে।
হাসান বানু নামের একজন উপকারভোগী জানান, তিনি উপকূলীয় চরাঞ্চালে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন” প্রকল্পের কাছে কৃতজ্ঞ। তিনি বেড়া গুলা ভালো ভাবে পরিচর্যা করে উপকৃত হতে পারবে এবং সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন।