বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএমএসএফ ফেনীর বর্ধিত সভা সাঈদ খান সভাপতি – হাসনাত তুহিন সম্পাদক

বিএমএসএফ ফেনীর বর্ধিত সভা সাঈদ খান সভাপতি – হাসনাত তুহিন সম্পাদক

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ ফেনী শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বিএমএসএফ’র ফেনী জেলা কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সহ সভাপতি সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায় জেলা ও সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত সদস্যদের ভোটে এম,এ সাঈদ খান (সাপ্তাহিক উদয়,/আমার বার্তা) সভাপতি ও আবুল হাসনাত তুহিন (সিএস টিভি’/ অপরাধ চক্র) সাধারন সম্পাদক- নির্বাচিত হয়।
কমিটিতে অন্যান্য পদে মনোনীত হলেন আবু তাহের পন্ডিত (সংগ্রাম) সহ সভাপতি, এবিএম নিজাম উদ্দিন (ইনকিলাব) সহ সভাপতি, জিয়াউর রহমান হায়দার (ফেনীর ডাক) সহ সভাপতি, শহীদুল ইসলাম (সমসাময়িক) যুগ্ন সাধারন সম্পাদক, নাজিম চৌধুরি (প্রভাতি খবর)যুগ্ন সাধারন সম্পাদক, এম এ হাসান (মানবজমিন) যুগ্ন সাধারন সম্পাদক, নুরুজ্জামান সুমন (যুগান্তর) সাংগঠনিক সম্পাদক, ওবায়দুল হক (তৃতীয় মাত্রা) সাংগঠনিক সম্পাদক, জসিম উদ্দিন ফরায়েজী ( দৈনিক ডেসটিনি) সাংগঠনিক সম্পাদক, গাজী হানিফ (লাল সবুজের দেশ) সাহিত্য সম্পাদক, জহিরুল হক খাঁন সজীব (নতুন কাগজ) সমাজকল্যাণ সম্পাদক, আব্দুর রহিম (হাজারীকা) দপ্তর সম্পাদক, এমদাদ খান ( সাপ্তাহিক ফেনীর ডাক) সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ রহমান সোহেল (হকার্স) ধর্ম বিষয়ক সম্পাদক, নাছির উদ্দিন (সাপ্তাহিক নির্ভিক) কোষাধ্যক্ষ, মোহাম্মদ ছালাউদ্দিন (খবরপত্র) সহ কোষাধ্যক্ষ,
সুমন ঘোষ (জনতার দলিল) প্রচার সম্পাদক, কামরুল হাসান সিদ্দিকী সুজন (দৈনিক বিশ্ব মানচিত্র) সহ -প্রচার সম্পাদক, এস এইচ খোকন (লাখ কন্ঠ) প্রকাশনা সম্পাদক-, এম এ আউয়াল (ভোরের কাগজ) তথ্য সম্পাদক, আলমগীর ননী( যায়যায়দিন) ক্রীড়া সম্পাদক, কবির আহমদ নাছির (দৈনিক স্টার লাইন) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, মোঃ ইসহাক চৌধুরী (সন্ধাবাণী) সাংস্কৃতিক সম্পাদক, এস এ মামুন (ফেনী বার্তা) সহ সাংস্কৃতিক সম্পাদক ,
বকুল আকতার দরিয়া (দৈনিক অধিকার) মহিলা সম্পাদীকা
রেহানা আলম মিতু ( সিএসটিভি) সহ- মহিলা সম্পাদীকা, নির্বাহী সদস্য জসিম মাহমুদ (দৈনিক ডিজিটাল সময়), সৈয়দ মনির আহমদ (ভোরের কাগজ), শেহাব উদ্দিন, লিটন (আমার সংবাদ), বেলাল হোসেন (পথ), কাফি মোঃ দিদার (বিজয় টিভি), ছিদ্দিক আল মামুন (আলোকিত সময়), আহসান উল্যাহ (চ্যানেল এস), মহি উদ্দিন খোকন (একুশে সংবাদ), আমির হোসেন কিরণ (ফেনীর ডাক), শাহেদ চৌধুরী (নবচেতনা), আবু মুছা তুহিন (একুশে সংবাদ ), সগির আহমদ ফোরকান (নয়াপয়গাম), জহিরুল ইসলাম রাজু( তৃতীয় মাত্রা/ ফুলগাজী নিউজ), শেখ রাসেল (দেশের পত্র), সাহিদা সাম্য লিনা (আচঁল), জিয়াউদ্দিন সোহাগ( সাঃ উদয়),ফেয়ার আহম্মদ ভুঁঞা (মর্নিং অবজারবার) আজকের প্রতিক্রিয়া), মহিন উদ্দিন মধু (জেলা নিউজ অনলাইন), এনামুল হক বাদশা (সিএসটিভি) ও জাহিদুল আলম রাজু (চ্যানেল সংবাদ)
মোঃ গিয়াস উদ্দিন মামুন( দৈনিক আলোকিত সকাল)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype