শীগ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে আরপিএফ ব্লাড ডোনেশন ক্লাব।
নিউজ ডেস্কঃ
স্বেচ্ছাসেবী সংগঠন রয়েল পাবলিক ফ্রন্টের তত্বাবধানে পরিচালিত সংগঠন আরপিএফ ব্লাড ডোনেশন ক্লাব কিছুদিনের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে। রয়েল পাবলিক ফ্রন্টের ১১টি কার্যক্রমের মধ্যে রক্ত দিয়ে সহায়তা করা তার মধ্যে একটি। প্রতিষ্ঠার ২ বছর পরে এই কার্যক্রমটি চালু করার সিন্ধান্ত গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠান ও সভাপতি মোহাম্মদ রাকিব বিন রহিম রবিন এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
করোনা ভাইরাসের কারণে বড়সড় কোনো অনুষ্ঠান থাকছে না সীমিত আকারে রয়েল পাবলিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সাধারণ সম্পাদকের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে এই সংগঠনের উদ্বোধন হবে।
কখনো কারো রক্তের অভাবে যেন মৃত্যু না হয় তার জন্য আরপিএফ ব্লাড ডোনেশন ক্লাব চালু করা হচ্ছে। চট্টগ্রামে জেলা থেকে বিস্তার লাভ করবে আরপিএফ ব্লাড ডোনেশন ক্লাব। ধাপে ধাপে সম্ভব হলে সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করবে আরপিএফ ব্লাড ডোনেশন ক্লাব।