
এস এম নুরুল আলম খোকন: অলিয়ে কামেল মজ্জুবে ছালেক গাউস এ – সুলতান হযরত শাহসুফি হাফেজ হারেছ শাহেন শাহ (ক.) আল মাইজভান্ডারী প্রকাশ ফকির মামু’র ৪২ তম বার্ষিক ওরশ শরীফ সম্প্রতি কাগতিয়া হারেছ ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত ওরশ শরীফে সকাল ৮টায় পবিত্র খতমে কোরআন ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফে উপস্থিত ছিলেন রাউজান থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুহিন উদ্দিন মুহিম,
হাটহাজারী আলীফ হাসপাতালের পরিচালক (অডিট) মো. জায়নাল আবেদীন, হারেছ শাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খসরু,
পশ্চিম গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জামাল,
রাসেদ মেম্বার, জামাল মেম্বার সহ রাউজান এলাকার ভক্ত অনুরক্ত বৃন্দ মহা সমারোহে ওরশে উপস্থিত ছিলেন ।